কোমানের পরিকল্পনায় নেই পুজ!

puig
ছবি: টুইটার

ইভান রাকিতিচ ইতোমধ্যে বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন সেভিয়াতে। লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদালের দলবদলের গুঞ্জনও জোরালো হচ্ছে ক্রমাগত। তবে নতুন খবর হলো, এ দুই অভিজ্ঞ তারকার মতো তরুণ রিকি পুজকেও হয়তো আগামীতে দেখা যেতে পারে অন্য ক্লাবের জার্সিতে!

বয়স মাত্র ২১ বছর। বার্সার একাডেমিতে বেড়ে ওঠার পর ২০১৮-১৯ মৌসুমে মূল দলে নাম লেখান পুজ। সেবার খেলেছিলেন মাত্র দুটি ম্যাচ। গত মৌসুমে একটু বেশি সুযোগ দেওয়া হয় তাকে। বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে ১২ বার কাতালানদের জার্সি ওঠে তার গায়ে।

পুজের পারফম্যান্স বেশ নজরও কাড়ে ফুটবল অনুরাগী ও বিশেষজ্ঞদের। কিন্তু বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান নাকি তাকে নতুন ক্লাব খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছেন! কাতালান রেডিও স্টেশন আরএসি ওয়ান শনিবার এমন দাবি করেছে।

জোয়ান গাম্পার ট্রফিতে এলচের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াডে পুজকে রাখা হয়নি। এরপরই গণমাধ্যমটি জানিয়েছে, কোমানের পরিকল্পনায় নেই এ স্প্যানিশ মিডফিল্ডার। দলের নতুন কোচের সিদ্ধান্তের কথাও ইতোমধ্যে জানতে পেরেছেন তিনি।

আরএসি ওয়ান আরও জানিয়েছে, পুজের চেয়ে আরেক তরুণ মিডফিল্ডার কার্লেস আলেনিয়াকে বেশি মনে ধরেছে কোমানের। এবারের মৌসুমে তাকেই বাজিয়ে দেখতে চান নেদারল্যান্ডসের সাবেক এ ফুটবলার ও কোচ। গত মৌসুমের দ্বিতীয় অর্ধে ধারে রিয়ালে বেতিসে খেলেছিলেন ২২ বছর বয়সী আলেনিয়া।

তবে পুজকে এখনই বিক্রি করার চিন্তা নেই বার্সেলোনার। তাকে অন্য ক্লাবে ধারে পাঠাতে চান কোমান। গণমাধ্যমটির দাবি সত্যি হয় কিনা তা দেখার জন্য অবশ্য থাকতে হবে অপেক্ষায়।

উল্লেখ্য, লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরুর আগে শনিবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ১১টায় এলচের মুখোমুখি হবে তারা।

Comments

The Daily Star  | English

Israeli military official: estimated to have struck two thirds of Iran's missile launchers

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

17h ago