ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
রাজধানীর ডেমরা এলাকায় কোণাপাড়া স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আল-আমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইয়ার হোসেনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিন জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বাকি দুজন জনু ব্যাপরী ও দিদার হোসেনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
দগ্ধ আল-আমিনের বরাত দিয়ে তার আত্মীয় ইমদাদুল বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে স্টিল মিলে নয় জন কাজ করছিল। হঠাৎ বিস্ফোরণের পরে চারদিকে গলিত লোহা ছিটতে শুরু করে। সে সময় আল-আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫), ইমরান হোসেন শান্ত (২৩), জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) দগ্ধ হয়।
Comments