দুদকের মামলায় প্রদীপের জামিন নামঞ্জুর

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার টেকনাফ মডেল থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
প্রদীপ কুমার দাশ। ছবি: সংগৃহীত

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার টেকনাফ মডেল থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশের আইনজীবী আদালতে জামিন আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। প্রদীপ কুমার দাশ অসুস্থ জানালে আদালত কারা কর্তৃপক্ষকে জেল কোড অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে স্বজনদের কারাগারে সাক্ষাতের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।’

দুর্নীতির মাধ্যমে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে প্রদীপের স্ত্রী পলাতক।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া এলাকায় পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। ওই ঘটনায় তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে প্রদীপসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। গত ৬ আগস্ট ওই মামলায় প্রদীপ আত্মসমপর্ণ করেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago