বার কাউন্সিলের ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত
বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবীদের ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।
আজ রোববার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এই পরীক্ষায় প্রায় ১৩ হাজার পরিক্ষার্থীর অংশ নেবেন। পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণ করে জানানো হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, বার কাউন্সিলের তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের অধীনে বিভিন্ন হলরুমে অনুষ্ঠিত হয়ে থাকে।
কিন্তু, ঢাবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোভিড-১৯ মহামারির কারণে লিখিত পরীক্ষার নেওয়ার বিষয়টি প্রত্যাখান করে।
বার কাউন্সিল সূত্র জানায়, পরে কমিটি আজ একটি বৈঠক করে। ওই বৈঠকে ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।
Comments