বিমানে কারিগরি ত্রুটি, বিকল্প পথে সোসিয়েদাদের মাঠে রিয়াল
এরমধ্যেই লা লিগার দুই রাউন্ড খেলে ফেলেছে অনেক দল। কিন্তু এখনও শুরু হয়নি চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মিশন। আজ রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে তারা। তবে এর আগে বড় দুর্ঘটনায় পড়তে পারতো দলের খেলোয়াড়রা!
বাস্ক সিটিতে নিজস্ব বিমান নিয়েই যাওয়ার কথা ছিল জিনেদিন যাওয়ার কথা ছিল রওনা দেওয়ার কয়েক ঘণ্টা আগে বিমানের হাইড্রলিক সিস্টেম ভেঙে পড়ে। ফলে বাধ্য হয়েই পরিকল্পনা বদল করতে হয় তাদের।
এরপর ভিন্ন আরেকটি বিমানে চড়ে ভিক্তোরিয়া যায় দলটি। সেখান থেকে বাসে ৮০ মিনিটের পথ পাড়ি দিয়ে টিম হোটেল সান সেবাস্তিয়ানে পৌঁছায় লস ব্লাঙ্কোসরা। অনাকাঙ্ক্ষিত এ বিলম্বের কারণে সেখানে পৌঁছায় স্থানীয় সময় বিকেল ৩টায়। রাত ৯টায় সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার কথা তাদের।
উল্লেখ্য, এর আগে প্রথম সপ্তাহে গেটাফের বিপক্ষে ম্যাচটি হয় রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলার কারণে অন্য দলগুলোর চেয়ে বিশ্রাম কম পেয়েছে দলটি। যে কারণে বাড়তি বিশ্রাম দিতে বাতিল হয় সে ম্যাচটি।
লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। লকডাউনের পর অসাধারণ ছন্দে ফুটবল খেলে শিরোপা পুনরুদ্ধার করে দলটি।
Comments