রিপোর্টে 'ভুল', করোনা হয়নি রিয়াল তারকার
বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে ফুটবল পাড়ায় জোড় গুঞ্জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে সম্পূর্ণ সুস্থ আছেন এ তরুণ। রিয়াল বেটিসের বিপক্ষে পরবর্তী ম্যাচের স্কোয়াডেও থাকছেন এ নরওয়েজিয়ান তারকা।
বুধবার সকালে নিজেদের বিবৃতিতে রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে, 'রিয়াল মাদ্রিদ সিএফ জানাচ্ছে যে, সবশেষ কোভিড-১৯ পরীক্ষার রিয়ালের প্রথম দল এবং স্টাফ সবার ফলাফল নেগেটিভ এসেছে।'
তবে জানা গেছে প্রথম পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন গত মৌসুমে রিয়াল সোসিয়েদাদের হয়ে ধারে খেলা ওডেগার্ড। যে কারণে ১০ দিনের জন্য আইসোলেশনেও চলে গিয়েছিলেন তিনি। তবে সন্দেহ হওয়ায় দ্বিতীয় দফা পরীক্ষা করা হয় তার। সেখানেই নেগেটিভ আসেন তিনি।
ফলে খুব শীগগিরই অনুশীলনে যোগ দিতে যাচ্ছেন ওডেগার্ড। নিজেদের প্রথম ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে রিয়াল। দ্বিতীয় ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে তারা।
উল্লেখ্য, স্পেনের ক্লাবগুলোর মধ্যে সবার প্রথম রিয়াল মাদ্রিদ শিবিরেই করোনাভাইরাস হানা দিয়েছিল। যদিও তখন আক্রান্ত হয়েছিলেন দলের বাস্কেটবল খেলোয়াড়। এরপর সে ধাক্কা থামার পর আক্রান্ত হয়েছিলেন তরুণ ফরোয়ার্ড মারিয়ানো দিয়াজ।
Comments