করোনায় আক্রান্ত আবু জায়েদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
Abu Jayed Rahi
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার আবু জায়েদ রাহী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিস চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এখনও নিশ্চিত না হলেও আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ২৭ জন ক্রিকেটারকে নিয়ে স্কিল ক্যাম্পের আয়োজন করছে বিসিবি। আগের দিন তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বুধবার আবু জায়েদ বাদে বাকি ২৬ জনের ফল নেগেটিভ এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এক বার্তায় দেবাশিস বলেছেন, ‘পেস বোলার আবু জায়েদ রাহী কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। গাইডলাইন অনুসারে আইসোলেশনে থেকে চিকিৎসা পাবেন তিনি। যথাসময়ে তাকে আবারও পরীক্ষা করানো হবে।’

দুই জনের উপসর্গ থাকায় যে দশ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল, তাদের আট জনকে এদিন অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি। তারা হলেন- মোহাম্মদ মিঠুন, হাসান মাহমুদ, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, সৈয়দ খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

আবু জায়েদের পাশাপাশি আইসোলেশনে আছেন আরেক ডানহাতি পেসার ইবাদত হোসেন। আর সবশেষ পরীক্ষায় নেগেটিভ হলেও আরও কিছু দিন বিশ্রাম পাবেন ওপেনার সাইফ হাসান।

উল্লেখ্য, শ্রীলঙ্কা সফর হবে ধরে নিয়ে গত রবিবার জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে বাংলাদেশ দল। লম্বা সময় পর শুরু হয়েছে দলীয় অনুশীলনও। ক্যাম্পে ২৭ জন ডাক পেলেও প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেন ১৬ জন।

ঢাকার বাইরে থেকে আসা দুই ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তাদের সংস্পর্শে আসা আরও আট জনসহ মোট দশ খেলোয়াড়কে তাই আইসোলেশনে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ছিলেন আবু জায়েদ। এছাড়া, সাইফ আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাই অবধারিতভাবে ক্যাম্প থেকে দূরে রাখা হয়েছিল তাকে।

অনুশীলনে যোগ দেওয়া ১৬ জন ও বাইরে থাকা ১১ জন অর্থাৎ ২৭ জনের সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছিল আগের দিন। তবে সাইফ করোনামুক্ত হলেও আবু জায়েদের শরীরে ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলেছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago