বার্সেলোনা ছেড়ে উলভসে যোগ দিলেন সেমেদো

ছবি:উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স

বিক্রির প্রাথমিক তালিকায় ছিলেন না নেলসন সেমেদো। কিন্তু তারপরও তাকে বেচে দিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাব ছেড়ে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যোগ দিয়েছেন এ পর্তুগিজ তারকা। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।

তবে অফিশিয়াল ঘোষণা আসার আগেই সেমেদোর ইনস্টাগ্রাম বার্তায় বার্সেলোনা ছাড়ার বিষয়টি জানিয়েছিলেন সেমেদো। ৩ বছর কাটানো ক্লাবটিকে বিদায় জানিয়ে এক আবেগি বার্তা দিয়েছেন এ পর্তুগিজ ডিফেন্ডার।

সাম্প্রতিক সময়ে সেমেদো বার্সেলোনার চতুর্থ খেলোয়াড় যিনি কি-না দল ছাড়ছেন। চলতি মৌসুমে তৃতীয়। গত মৌসুমের একেবারে শেষ দিকে ব্রাজিলিয়ান তরুণ আর্থুর মেলোকে বিক্রি করে দিয়েছিল দলটি। মূলত আর্থিক ঘাটতি মেটাতেই তাকে বিক্রি করেছিল তারা। এবার সেমেদোকেও একই কারণে বিক্রি করেছেন বলেই সংবাদ প্রকাশ পেয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।

চলতি মৌসুমে এরমধ্যে ইভান রাকিতিচ ও আর্তুরো ভিদাল বিদায় নিয়েছেন। তবে দল ছাড়ার খুব কাছাকাছি আছেন লুইস সুয়ারেজও। এ তিন তারকাই ক্লাবটির 'বুড়ো'র তালিকায় ছিলেন। যে কারণে নতুন কোচ রোনাল্ড কোমানের পরিকল্পনায় ছিলেন না তারা। তবে ২৬ বছর বয়সী সেমেদোকে কেবল টাকার জন্যই ছাড়ছে ক্লাবটি।

৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সেমেদোকে কিনেছে উলভারহ্যাম্পটন। এর মধ্যে ৩০ মিলিয়ন নগদ পাচ্ছে বার্সেলোনা। আর বাকি ৫ মিলিয়ন পরবর্তীতে পরিশোধযোগ্য। ২০১৭ সালে ৩০ মিলিয়ন ইউরোয় পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সেমেদোকে কিনেছিল কাতালান ক্লাবটি। বাড়তি ছিল আরও ১০ মিলিয়ন ইউরো।

বার্সার জার্সিতে ১২৪ ম্যাচে মাঠে নেমেছেন সেমেদো। যদিও নিজেকে অপরিহার্য খেলোয়াড় হিসেবে গড়তে পারেননি। কাতালান জার্সিতে ২ গোল করা খেলোয়াড় দুটি লা লিগা, একটি কোপা দেল রে এবং দুটি সুপারকোপার স্বাদ পেয়েছেন এ পর্তুগিজ তারকা।

এদিকে স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, সেমেদোর শূন্যতা পূরণে আয়াক্সের ডাচ ডিফেন্ডার সার্জিনো দেস্তকে কেনার চেষ্টা করছেন নতুন কোচ কোমান। এছাড়া বিকল্প তালিকায় আছেন আর্সেনালের হেক্টর বেয়েরিনও।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

46m ago