ধর্ষণের অভিযোগে মামলা

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মামুনকে দায়িত্ব থেকে অব্যাহতি

ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজধানীর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা এই মামলায় মোট ছয় আসামির মধ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নামও রয়েছে।

হাসান আল মামুনকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে ছাত্র অধিকার পরিষদ। পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে জানাতে বলা হয়েছে। কমিটিতে রয়েছেন, পরিষদের ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারেক রহমান এবং রাফিয়া সুলতানা।

আরও পড়ুন: 

ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা

ধর্ষণ মামলায় নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Comments