জার্মানির হাসপাতাল থেকে ছাড়া পেলেন নাভালনি
রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি বার্লিনের হাসপাতাল ছেড়েছেন। তার ওপর নার্ভ এজেন্ট ‘নভিচক’ বিষ প্রয়োগ করা হয়েছিল বলে জানায় জার্মানি।
বার্লিনের চ্যারিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হওয়ায়, তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
নাভালনি কোনও কিছুর সাহায্য ছাড়াই তার দাঁড়িয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে বলা হয়, চিকিৎসকরা তার সম্পূর্ণ সুস্থতার জন্য সব ধরনের চেষ্টা করেছেন।
তার দলের অভিযোগ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। তবে, ক্রেমলিন এর সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছে।
নাভালনি গত ২০ আগস্ট উড়োজাহাজে করে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার পথে অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে, তাকে সাইবেরিয়ার ওমস্ক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানির রাজধানী বার্লিনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী নাভালনি সেখানে ৩২ দিন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ২৪ দিন ছিলেন ইনটেনসিভ কেয়ারে।
এতে আরও বলা হয়, 'রোগীর শারীরিক অবস্থার অগ্রগতি ও বর্তমান অবস্থা বিবেচনা করে তার চিকিত্সকরা বিশ্বাস করেন যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তবে, তার ওপর মারাত্মক বিষক্রিয়ার সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব এখনই অনুমান করা যাচ্ছে না।'
Comments