গরু পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে বিএসএফ কর্মকর্তা গ্রেপ্তার

বাংলাদেশের সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।
বিএসএফের ওই কর্মকর্তাকে গ্রেপ্তারে আজ কলকাতাসহ পাঁচটি শহরে অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গের কলকাতা ও মুর্শিদাবাদ, উত্তর প্রদেশের গাজিয়াবাদ, পাঞ্জাবের অমৃতসর এবং ছত্তিশগড়ের রায়পুরে অভিযান চলেছে বলে সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, বিএসএফ এর কমান্ড্যান্ট সতীশ কুমারের সঙ্গে একই অভিযোগে ইনামুল হক, আনোয়ারুল শেখ ও মোহাম্মদ গোলাম মোস্তফা নামে তিন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
সতীশ কুমার ৩৬তম বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ছিলেন। গ্রেপ্তারের আগে তিনি ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে কর্মরত ছিলেন।
Comments