বৈধ আবাসন অনুমতি থাকা বিদেশিদের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে চীন উন্মুক্ত
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈধ আবাসনের অনুমতিপ্রাপ্ত বিদেশিরা ২৮ সেপ্টেম্বর থেকে ভিসার জন্য নতুন করে আবেদন করা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে।
২৮ মার্চের পরে যাদের আবাসনের বৈধতা শেষ হয়েছে, তারা চীনা দূতাবাস এবং কনস্যুলেটে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
রয়টার্স জানায়, দেশটির মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ বুধবার এক বিবৃতিতে এ সব কথা জানানো হয়েছে।
এর আগে, গত মার্চ মাসে করোনাভাইরাসের কারণে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে বৈধ ভিসা ও আবাসনের অনুমতিপ্রাপ্ত বিদেশিদের চীনে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
Comments