ওমানে ১ অক্টোবর থেকে ফিরতে পারবেন প্রবাসীরা: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান। করোনা মহামারিতে আটকে পড়া ওমানফেরত প্রবাসী বাংলাদেশিরা আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি টেলিফোনে আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য আরেকটি সুখবর। ওমান সরকার আজ আমাদের জানিয়েছে আটকাপড়া প্রবাসী বাংলাদেশিরা আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশি শ্রমিকদের তাদের বৈধ পাসপোর্ট দেখাতে হবে সেইসঙ্গে ওমানের বৈধ আবাসন আইডি এবং পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়া ওমানে ফেরার পর তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
মন্ত্রী দাবি করেন, সৌদি আরব গতকাল প্রবাসী বাংলাদেশিদের ভিসা পুনর্নবায়ন ও আকামা (বৈধ কাজের অনুমতি) আরও ২৪ দিনের জন্য বাড়িয়ে দিতে রাজি হওয়ায়, বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের নিয়ে আর সমস্যা থাকবে না।
আটকে পড়া প্রবাসীরা তাদের আকামার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব পৌঁছাতে পারবে বলে তিনি আশা করেন।
'তা না হলেও, সৌদি সরকার আমাদের আশ্বাস দিয়েছে আটকে যাওয়া বাকি কর্মীদের আকামার মেয়াদ তারা বাড়িয়ে দেবে,' যোগ করেন তিনি।
বাংলাদেশি প্রবাসীদের ভিসা নবায়ন বা বিমানের টিকেট বুকিং দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখার কথা জানিয়ে সৌদি সরকারকে কোনও ভুল বার্তা দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
Comments