তিন দফায় কক্সবাজার জেলা পুলিশের প্রথম শ্রেণির সব কর্মকর্তা বদলি

কক্সবাজার জেলা পুলিশে কর্মরত প্রথম শ্রেণির পদমর্যাদার সব পুলিশ কর্মকর্তা বদলি হয়ে গিয়েছেন। তিন দফায় জেলা পুলিশ সুপার, তিন জন অতিরিক্ত পুলিশ সুপার, একজন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, তিন সহকারী পুলিশ সুপার ও ৩৪ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশে কর্মরত প্রথম শ্রেণির পদমর্যাদার সব পুলিশ কর্মকর্তা বদলি হয়ে গিয়েছেন। তিন দফায় জেলা পুলিশ সুপার, তিন জন অতিরিক্ত পুলিশ সুপার, একজন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, তিন সহকারী পুলিশ সুপার ও ৩৪ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

জেলা পুলিশে কর্মরত দুই পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সাময়িক বহিস্কার হয়েছেন। তারা দুইজন হত্যা মামলার আসামি হিসেবে বর্তমানে কারাগারে বন্দি।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর তিন দফায় ৪২ কর্মকর্তাকে বদলি করা হলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি পুলিশ বিভাগে নিয়মিত বদলির অংশ।

গত ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ছয় পুলিশ কর্মকর্তার সঙ্গে কক্সবাজারে দুই বছর দায়িত্ব পালনকারি পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের বদলির আদেশ দেয়। তাকে রাজশাহী জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়।

গত ২১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের আদেশে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত তিন জন অতিরিক্ত পুলিশ সুপার, একজন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও তিন জন সহকারী পুলিশ সুপারকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়।

সর্বশেষ গতকাল ২৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক( প্রশাসন) ড. মঈনুর রহমান চৌধুরীর সই করা আদেশে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত আট থানার আট ওসিসহ পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৩৪ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ৩৪ কর্মকর্তাকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজার জেলায় নিয়োগ পাওয়া নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

7h ago