সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি
দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ এবং ভারতের মেঘালয়ে অতিবৃষ্টির প্রভাবে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আজ শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় পয়েন্টে জাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৪৫ সেন্টিমিটার উপর দিতে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সুনামগঞ্জ শহর পয়েন্টে সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর থেকে আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হবে। এতে কাল পর্যন্ত সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।’
Comments