শীর্ষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে নিপীড়নের ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক তরুণীকে নিপীড়নের পর তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
b.baria__0.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক তরুণীকে নিপীড়নের পর তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে গিয়ে স্থানীয় একদল বখাটে কর্তৃক ওই তরুণী  নিপীড়নের শিকার হন।

গত বুধবার দুপুরে মুঠোফোনে ধারণ করা ওই ভিডিওটি একটি ফেসবুক পেজে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিকেলে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’র সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

পুলিশ বলছে, ভাইরাল হওয়া ভিডিও দেখে বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

ফেসবুক থেকে সংগৃহীত ওই ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরিহিত তরুণীটিকে চারপাশ থেকে ঘিরে ধরে তিন-চার জন বখাটে উত্ত্যক্ত করছে। একপর্যায়ে ওই তরুণীর ব্যাগ থেকে টাকা নিয়ে যায় তারা। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী তরুণী এক বখাটের পায়ে ধরে কাকুতি-মিনতি করতে শুরু করে। এরপরেও এক বখাটে তাকে শ্লীলতাহানি করে।

এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন বলেন, ‘এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। এটি কবের ঘটনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।’

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

4h ago