রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

রাজশাহী পদ্মা নদীতে বিনোদন ভ্রমণের সময় নৌকাডুবির ঘটনায় দুই জন নিখোঁজ আছেন। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তারা।
নিখোঁজ দুজনের উদ্ধারে অভিযান চলছে। ছবি: সংগৃহীত

রাজশাহী পদ্মা নদীতে বিনোদন ভ্রমণের সময় নৌকাডুবির ঘটনায় দুই জন নিখোঁজ আছেন। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তারা।

নিখোঁজ দুজন হলেন- কলেজ শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা (২২) এবং ৮ম শ্রেণির শিক্ষার্থী রিমন।

রাজশাহীর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ দুজনকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলের দুটি ইউনিটে বিভক্ত হয়ে অভিযান চালাচ্ছে বলে জানান মেহেদী মাসুদ।

নিখোঁজ দুজন আত্মীয়দের সঙ্গে একটি ছোট মাছধরা নৌকায় করে পদ্মা নদীতে বিনোদন ভ্রমণে বের হয়েছিলেন। আজ বিকেল ৫টায় নগরীর নবগঙ্গা এলাকায় আই বাঁধের নিকটে প্রবল স্রোতের পাকে নৌকাটি নদীতে তলিয়ে যায়। নৌকায় মোট ১৩ জন যাত্রী ছিলেন। বাকিরা নদী সাঁতরে ও উদ্ধারকারীদের মাধ্যমে পাড়ে আসতে পারলেও ওই দুজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।

উদ্ধার হওয়া যাত্রী নাইম ইসলাম জানান, আই বাঁধের নিচে উজান থেকে নেমে আসা পানির ঢল বাঁধের গায়ে আছড়ে পড়ে আবার ফিরে যাওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। নৌকার মাঝি ওই জায়গা পাড়ি দেওয়ার সময় নৌকা উল্টে যায়।

নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, ‘এ ধরণের ছোট মাছধরা নৌকা পদ্মা নদীতে বিনোদন ভ্রমণের জন্য নিষিদ্ধ। কিন্তু, পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেক মাঝি নৌ ভ্রমণে বের হয়। নৌ ভ্রমণের নৌকায় লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও অনেক মাঝি তা মানে না।’

তিনি আরও বলেন, ‘নৌ পুলিশ নৌকার মালিক ও মাঝির বিরুদ্ধে মামলা দায়ের করবে।’

উল্লেখ্য, চলতি বছরের মার্চে নবগঙ্গার পাশেই শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে দুটি ছোট মাছধরা নৌকায় করে বিয়ের যাত্রী পারাপারের সময় নৌকাডুবিতে নববধূসহ ৯ জন প্রাণ হারান।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

6h ago