৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত প্রশাসনের ৯৮ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত প্রশাসনের ৯৮ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে একজন কর্মকর্তা বিদেশে কর্মরত আছেন। বাকি সবাই দেশে রয়েছেন। 

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ই-মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

57m ago