কমলাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত

রাজধানী ঢাকার দক্ষিণ কমলাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস হাসান শুভ (২০) নামে বি এফ শাহীন কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ শনিবার দুপুরে দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শুভ বিদ্যুৎস্পৃষ্ট হন।
ফেরদৌস হাসান শুভ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মসিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। রেজাউল করিম সপরিবারে দক্ষিণ কমলাপুর এলাকায় বসবাস করেন। তার তিন ছেলের মধ্যে শুভ বড়।
শুভর প্রতিবেশী শাহাদৎ হোসেন ফাহিম দ্য ডেইলি স্টারকে জানান, তারা বাসার সামনের গলিতে ক্রিকেট খেলছিল। সে সময় একটি বাড়ির টিনের চালে বল আটকে যায়। শুভ বল আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি স্পষ্ট করতেই গুরুতর আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Comments