তিস্তা খনন, তীর রক্ষায় মহাপরিকল্পনা আছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা নদীর বাংলাদেশ অংশে ১১৩ কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি: এস দিলীপ রায়

তিস্তা নদীর বাংলাদেশ অংশে ১১৩ কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আজ শনিবার দুপুরে লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, তিস্তা খনন ও তীর সংরক্ষণসহ তিস্তাপাড়ের উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা আছে।

প্রতিমন্ত্রী জানান, তিস্তাকে নিয়ে মহাপরিকল্পনা এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-তে আছে। সেখান থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে এলে তিস্তাপাড়ের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।

প্রতিমন্ত্রী নদী পথে নৌকায় করে লালমনিরহাটের তিস্তাপাড়ে রাজপুর, খুনিয়াগাছ ও মহিপুর এলাকায় নদীভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি নদীপাড়ের মানুষের সাথে মতবিনিময় করেন। নদীর দুই তীর সংরক্ষণ করে জমি উদ্ধার করে স্থানীয়দের মাঝে বন্টন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন।

অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তিস্তাপাড়ের বিভিন্ন স্থানে স্পারগুলো ক্ষতিগ্রস্থ হয়ে তীরবর্তী এলাকাগুলো বন্যা ও প্রবল ভাঙনের শিকার হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago