চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভেঙ্গে দেয়া হয়েছে আঙ্গুল

সিরাজগঞ্জের কামারখন্দে ছাগল চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনে যুবকের হাতের আঙ্গুল ভেঙ্গে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার কামারখন্দে উপজেলার জামতইল কলেজপারা এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নির্যাতনকারীকে আটকে অভিযান চালায় পুলিশ।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ছাগল চুরির অভিযোগ এনে ২৫ বছর বয়সী এক যুবককে স্থানীয় ব্যবসায়ী হ্যাপি হোসেন ছাগল চুরির অভিযোগে ধরে এনে গাছের সাথে বেঁধে নির্যাতন চালায়। এতে ওই যুবকের হাতের আঙুল ভেঙ্গে যায়। স্থানীয়রা এ ঘটনার ভিডিও ক্লিপ ধারনণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
তিনি জানান, ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত নির্যাতনকারী হ্যাপি হোসেনসহ অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় হ্যাপি হোসেনকে আসামি করে মামলা করেছেন নির্যাতনের শিকার যুবক। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, এ ধরনের ন্যাক্কারজনক অপরাধের কোন ক্ষমা নেই। আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই।
সে যদি অপরাধ করেও থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া যেত বলে জানান তিনি।
Comments