এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-বিবৃতিতে প্রতিবাদ
সিলেটের মুরারিচাঁদ কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও বিবৃতি দিয়ে প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।
গতকাল শুক্রবার রাতে কলেজ এলাকার ফটকের সামনে থেকে জোরপূর্বক তুলে ছাত্রাবাসে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে।
সে রাতে ছাত্রলীগ কর্মী এবং কলেজের বর্তমান-সাবেক ও বহিরাগত ৬ জনের নাম উল্লেখ করে এবং ২-৩ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা করেন ধর্ষণের শিকার নারীর স্বামী।
আজ শনিবার দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের সামনের সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
একই সময়ে নগরীর চৌহাট্টা পয়েন্টে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট শাখা। এসময় সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
একই সময়ে চৌহাট্টা এলাকাতেই মিছিল করে এ ঘটনায় প্রতিবাদ জানান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার নেতাকর্মীরা।
বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রতিবাদী কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট।
একই সময়ে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট, সিলেট।
এ ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জ শহরের আলতাফ উদ্দিন স্কোয়ারে ধর্ষণ ও নির্যাতন বিরোধী জনগণ ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী-পেশা ও সংগঠনের মানুষ।
এদিকে মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আসক কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. নূর খানের সই করা বিবৃতিতে এ ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।
বিবৃতিতে তারা মুরারিচাঁদ কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার বিষয়েও তীব্র নিন্দা জানান।
Comments