সঞ্জু কেন ভারতীয় দলে সুযোগ পায় না, বিস্মিত ওয়ার্ন
আগ্রাসী মেজাজ, সাহসী সব শট। রোমাঞ্চকর ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন আইপিএলে প্রথম ম্যাচেই সব আলো নিজের দিকে নিয়ে গিয়েছিলেন। রাজস্থান রয়্যালসকে বড় রান পাইয়ে দিতে খেলেন ৩২ বলে ৭৪ রানের ইনিংস। দলের শুভেচ্ছা দূত ও মেন্টর শেন ওয়ার্ন বরাবরের মতোই মুগ্ধ এই তরুণকে নিয়ে। সব সংস্করণে ভারতীয় দলে সঞ্জু কেন সুযোগ পান না, তা নিয়েই বরং বিস্মিত অস্ট্রেলিয়ান কিংবদন্তি।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ডানহাতি সঞ্জু ৯ ছক্কায় করেন ৭৪ রান। অন্তত তিনবার ছক্কা মেরে বল একদম স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়েছিলেন তিনি।
বরাবরই আইপিএলে নজর কাড়া ২৫ বছর বয়েসী এই ব্যাটসম্যান ২০১৫ সালে ডাক পেয়েছিলেন ভারতের টি-টোয়েন্টি দলে। তবে ৪ ম্যাচে পারফর্ম করতে না পারায় আর সুযোগ মেলেনি।
কিন্তু ওয়ার্ন মনে করছেন, অনেকদিন পর তার দেখা সবচেয়ে রোমাঞ্চকর ব্যাটসম্যানদের একজনকে খেলানো উচিত সব সংস্করণে, ‘সঞ্জু স্যামসন, কী দারুণ এক খেলোয়াড়। আমি তো বলব অনেকদিন পর এরকম একজন রোমাঞ্চকর ব্যাটসম্যান আমি দেখলাম। আমি বিস্মিত যে, ভারতের হয়ে সব সংস্করণে সে সুযোগ পায় না। ’
‘আশা করছি এই বছর সে ধারাবাহিকতা রাখবে। এবং রাজস্থান রয়্যালসকে আইপিএল ট্রফি এনে দেবে। এবং এও আশা করব, যাতে সে ভারতের হয়ে সব সংস্করণে সুযোগ পায়।’
Comments