মুরারিচাঁদ কলেজে ধর্ষণ: আসামি সাইফুর ও অর্জুন ৫ দিনের রিমান্ডে
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং আরেক আসামি অর্জুন লস্করকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ (সোমবার) সকালে তাদের সিলেট মহানগর হাকিম-২ আদালতে হাজির করা হলে বিচারক সাইফুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
তিনি জানান, পুলিশি পাহারার সকাল ১১টা ৪০ মিনিটে সাইফুর ও অর্জুনকে আদালতে হাজির করিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। শুনানি শেষে আদালত দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Comments