মুরারিচাঁদ কলেজে ধর্ষণ: আসামি রবিউলও ৫ দিনের রিমান্ডে

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি রবিউল ইসলামেরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Robiul Islam.jpg
রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি রবিউল ইসলামেরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (সোমবার) বিকালে তাকে সিলেট মহানগর হাকিম-২ আদালতে হাজির করা হলে বিচারক সাইফুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।

তিনি জানান, পুলিশি পাহারার আজ বিকাল সাড়ে ৩টার দিকে রবিউলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সকালে এ মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং আরেক আসামি অর্জুন লস্করকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Comments

The Daily Star  | English

What is seat-sharing and why as a voter you should know about it

In the lead-up to the national election on January 7, 2024, parties that have committed to participating in the polls have put forth their nominees

1h ago