মুরারিচাঁদ কলেজে ধর্ষণ: আটক রাজন ও আইনুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হলো

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় জড়িত সন্দেহে আটক রাজন মিয়া ও মো. আইনুদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
ডান থেকে রনি, রাজন ও আইনুদ্দিন। ছবি: সংগৃহীত

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় জড়িত সন্দেহে আটক রাজন মিয়া ও মো. আইনুদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল রাত সাড়ে ১২টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে রাজন মিয়া এবং মো. আইনুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাদেরকে মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন রাখাইন।

তিনি জানান, রবিবার রাতে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা মামলার দ্বিতীয় আসামি শাহ মাহবুবুর রহমান রনির দেয়া তথ্যমতে তাদের আটক করা হয়।

এ নিয়ে এই মামলার নাম উল্লেখ করা ছয় জনের মধ্যে চার জন এবং অজ্ঞাতনামা দুই জনকে গ্রেপ্তার করা হলো।

গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কলেজ ফটকের সামনে বেড়াতে যাওয়া এক নারী ও তার স্বামীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একদল তরুণ। এ ঘটনায় সেদিন রাতেই ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে সিলেটের শাহ পরান থানায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন জনকে সহযোগী হিসেবে উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- সাইফুর রহমান (২৮), শাহ মাহবুবুর রহমান রনি (২৫), অর্জুন লস্কর (২৫), মাহফুজুর রহমান মাসুম (২৫), রবিউল ইসলাম (২৫), তারেকুল ইসলাম (২৮) এবং অজ্ঞাতনামা দুই-তিন জন।

আরও পড়ুন: 

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

8m ago