দ্বিতীয় দিনের সংঘর্ষে আর্মেনিয়া ও আজারবাইজানের ২৮ সেনা নিহত
বিতর্কিত এলাকার অধিকার নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয় দিনের সংঘাতে আরও অন্তত ২৮ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই দিন ধরে চলা এ সংঘর্ষে এ পর্যন্ত ৫৯ সেনা নিহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ ককেশাস এলাকায় ২০১৬ সাল থেকে দুই দেশের মধ্যে সংঘাতে আরও কয়েক শ লোক আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে ভারী গোলা বর্ষণের জন্য দুই দেশ পরস্পরকে দোষারোপ করছে।
নাগর্নো-কারাবাখ অঞ্চলটি নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই দেশ দশকব্যাপী বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়েছে। আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে প্রায় সাড়ে চার হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকাটি এখন আর্মেনিয়ানদের নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী ওই এলাকায় এক সংঘর্ষে তাদের ছয় নাগরিক নিহত ও ১৯ জন আহত হওয়ার সংবাদ দেওয়ার পর, দেশটির প্রেসিডেন্ট সীমিত আকারে সামরিক অভিযানের ঘোষণা দেন।
এ দিকে, আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিনিধির বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে যে সংঘর্ষে ২০০ আর্মেনিয়ান আহত হয়েছে।
নাগর্নো-কারাবাখ কর্তৃপক্ষ জানিয়েছে, আজারবাইজান বিমান ও কামান হামলা চালানোর পরে তাদের ১৬ সেনা নিহত ও শতাধিক সেনা আহত হয়েছে।
Comments