পীরগঞ্জে করতোয়ার বাঁধ ভেঙে ১০০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত

রংপুরের পীরগঞ্জে গত রাতে করতোয়া নদীর বাঁধ ভেঙে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১৩টি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে চতরা উনিয়নের টোঙ্গাদহ এলাকায় রোপা-আমন ধানসহ তলিয়ে গেছে ১০০০ হেক্টর জমির ফসল।

রংপুরের পীরগঞ্জে গত রাতে করতোয়া নদীর বাঁধ ভেঙে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১৩টি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে চতরা উনিয়নের টোঙ্গাদহ এলাকায় রোপা-আমন ধানসহ তলিয়ে গেছে ১০০০ হেক্টর জমির ফসল।

করতোয়ায় পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধাতেও বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। এখানে নিমজ্জিত হয়েছে ৬৫৮৫ হেক্টর জমির ফসল। আজ দুপুর ১২টায় নদীর পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

পলাশবাড়ী উপজেলার ঠেকিপাড়া গ্রামের সাদ্দাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত রাতে টোঙ্গাদহ এলাকায় বাঁধ ভেঙ্গে উপজেলার প্রায় ১৩টি গ্রামে পানি ঢুকেছে। পানি ঢুকে আমার কলা বাগান নষ্ট হয়ে যাচ্ছে।'



পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাঁধের প্রায় ২৫০ মিটার গতকাল রাত ৯-১০টার মধ্যে ভেঙেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হবে।'

'পানি উন্নয়ন বোর্ড যেভাবে এখানে কাজ করছে জিও ব্যাগ দিয়ে তাতে ভাঙন রোধ করা সম্ভব নয়,' বলেন চেয়ারম্যান আমিনুল।

এই বিষয়ে যোগাযোগ করা হলে রংপুর পানি উন্নয়ন বোর্ডের সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. গোলাম জাকারিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ বছর টোঙ্গারদহ ৪০০ মিটার বাঁধে আমরা জিও ব্যাগ দিয়ে কাজ করছি কিন্তু এই জায়গায় নদীর গভীরতা অনেক বেশি ফলে বাঁধ ভেঙে গেছে। আমরা আমাদের নকশা ইতিমধ্যে পরিবর্তন করেছি। বন্যার পানি নেমে গেলে এখানে সিসি ব্লক দিয়ে বাঁধ সংস্কার করা হবে।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

5h ago