কুয়েতের আমির শেখ সাবাহ মারা গেছেন
কুয়েতের শাসক শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ আজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর।
৫০ বছরেরও বেশি সময় ধরে পররাষ্ট্রনীতি নির্ধারণের দায়িত্ব পালনের পর শেখ সাবাহ ২০০৬ সালে তেল সমৃদ্ধ দেশটির শাসনভার গ্রহণ করেন। তার মনোনীত উত্তরাধিকারী হলেন তার ভাই ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ।
১৯৯০-১৯৯১ উপসাগরীয় যুদ্ধে ইরাকি বাহিনী যখন কুয়েত আক্রমণ করে, তখন ইরাককে সমর্থন দেওয়া রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার জন্য তাকে 'আরব কূটনীতির ডিন' হিসেবে আখ্যায়িত করা হতো। তিনি সৌদি আরব, এর মিত্র দেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক অবস্থানসহ আঞ্চলিক বিরোধে মধ্যস্থতা করেছেন।
তার কারণে কুয়েত সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ থেকে বিরত থাকে এবং সেখানে মানবিক সহায়তা দিতে দাতা সম্মেলনের আয়োজন করে।
Comments