লিভারপুলের থিয়াগো কোভিড-১৯ পজিটিভ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিছুদিন আগে বায়ার্ন মিউনিখ ছেড়ে লিভারপুলে নাম লেখানো স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ক্লাবটির কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক বিবৃতিতে তারা বলেছে, ‘থিয়াগো আলকান্তারা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন এবং বর্তমানে প্রয়োজনীয় নির্দেশনা অনুসারে সেলফ-আইসোলেশনে আছেন।’
ইতালিতে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের শরীরে সামান্য উপসর্গ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘(এখন) সেরে ওঠার সময়।’
জার্মান পরাশক্তি বায়ার্নের হয়ে গত মৌসুমে ট্রেবল জেতার পর চলতি মাসের শুরুতে লিভারপুলে যোগ দেন থিয়াগো। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে অভিষেক হয় তার। তবে লিভারপুলের সবশেষ ম্যাচের স্কোয়াডে ছিলেন না তিনি।
গত সোমবার লিগে আর্সেনালকে ৩-১ গোলে হারানোর পর ইয়ুর্গেন ক্লপ জানান, থিয়াগোর ফিটনেসে ঘাটতি রয়েছে। আগামী বৃহস্পতিবার লিগ কাপে আর্সেনাল ও রবিবার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষেও তাকে নিজের পরিকল্পনায় না রাখার কথা উল্লেখ করেন তিনি।
তবে করোনা শনাক্ত হওয়ায় থিয়াগোর জাতীয় দলের হয়ে মাঠে নামা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। আগামী ৮ অক্টোবর প্রীতি ম্যাচে পর্তুগালের বিপক্ষে এবং উয়েফা নেশন্স লিগে ১১ অক্টোবর ও ১৪ অক্টোবর যথাক্রমে সুইজারল্যান্ড ও ইউক্রেনের বিপক্ষে খেলবে তারা।
উল্লেখ্য, গত সপ্তাহে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, সবশেষ পরীক্ষায় বিভিন্ন ক্লাবের মোট ১০ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। নতুন মৌসুম শুরু হওয়ার পর ইংল্যান্ডের ক্লাব ফুটবলের শীর্ষ স্তরে যা সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।
Comments