খেলা

নেইমারের কাছে স্পেনের কর কর্তৃপক্ষের পাওনা ৩৪৪ কোটি টাকা

স্পেনের কর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ‘কালো তালিকা’ প্রকাশ করেছে।
neymar
ছবি: রয়টার্স

আলোচনায় নেইমার থাকবেনই। তা ভালো কিছুর জন্য হোক কিংবা খারাপ কিছুর। মাঠের ভেতরের কাজের জন্য হোক বা বাইরের।

বুধবার স্পেনের কর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ‘কালো তালিকা’ প্রকাশ করেছে। কর ফাঁকি দেওয়া হাজারো ব্যক্তির নাম রয়েছে সেখানে। আন্দাজ করতে পারেন খেলাপি করদাতাদের এই তালিকার শীর্ষস্থানে কে আছেন?

নেইমার!

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকার বকেয়া করের পরিমাণ ৩৪.৬ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪৪ কোটি ৩৯ লাখ টাকা।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। তার আগে টানা চার বছর স্প্যানিশ ক্লাবটির হয়ে মাঠ মাতান তিনি।

গত বছর স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল, বার্সায় থাকাকালীন কর ফাঁকি দেওয়ার কারণে স্পেনের কর কর্তৃপক্ষের নজরে আছেন নেইমার। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করল তারা।

স্বদেশি ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। সেসময় ট্রান্সফার ফির অঙ্ক নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ওই ঘটনার সঙ্গে ‘কালো তালিকা’য় নেইমারের নাম থাকার কোনো সম্পর্ক আছে কিনা তা স্প্যানিশ কর কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিকভাবে জানতে চেয়েছিল এএফপি। কিন্তু কোনো জবাব তারা পায়নি।

খেলাপি করদাতাদের তালিকার ওপরের দিকে তাদেরই নাম রয়েছে, যারা বেশ কিছু মানদণ্ডে উতরে যেতে ব্যর্থ হয়েছেন। যেমন- বেঁধে দেওয়া সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করতে না পারা।

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

1h ago