৩ শিশু উন্নয়নকেন্দ্রে শিশু অধিকার লঙ্ঘন বিষয় তদন্তে আইনি নোটিশ

দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয় তদন্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে কমিটি গঠনের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন।
প্রতীকী ছবি

দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয় তদন্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে কমিটি গঠনের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন।

আজ বৃহস্পতিবার আইনজীবী ও মানবাধিকার কর্মী মনোজ কুমার ভৌমিক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে এ আইনি নোটিশ দিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত 'নো বেটার দ্যান অ্যা জেল' শীর্ষক প্রতিবেদনে শিশুদের মৌলিক অধিকার লঙ্ঘন ও শিশু উন্নয়ন কেন্দ্রগুলোর শোচনীয় অবস্থার কথা উল্লেখ করে তিনি এ নোটিশ দেন।

নোটিশে তিনি শিশুদের মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য দায়ী কর্মকর্তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠনের আহ্বান জানান।

মনোজ কুমার ভৌমিক দ্য ডেইলি স্টারকে জানান, আইনি নোটিশের যথাযথ জবাব না পেলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করবেন।

Comments

The Daily Star  | English
bd govt logo

Army given magistracy power for 60 days

The government has decided to give magistracy power to the commissioned officers of the Bangladesh Army.

43m ago