অনলাইন অ্যাপয়েন্টমেন্টে ফিটনেস সনদ দেবে বিআরটিএ

আগামী ১৫ অক্টোবর থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), মেট্রো সার্কেল-২ (দিয়াবাড়ি) থেকে গাড়ির ফিটনেস সনদ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগামী ১৫ অক্টোবর থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), মেট্রো সার্কেল-২ (দিয়াবাড়ি) থেকে গাড়ির ফিটনেস সনদ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত সময়ে গাড়ি হাজির করে গ্রাহক ফিটনেস নবায়ন সনদ নিতে পারবেন বলে জানিয়েছে বিআরটিএ।

যে কেউ বিআরটিএর অনলাইনে (bsp.brta.gov.bd) গিয়ে গাড়ির ফিটনেস সনদ নবায়নের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

বিআরটিএর এক কর্মকর্তা জানান, সাধারণত ফিটনেস সনদের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। তবে, এই অনলাইন সেবা তাদের সময় বাঁচাবে।

তবে, ঢাকা মেট্রো সার্কেল ১,২,৩ এর অ্যাপয়েন্টন্ট ছাড়া মোটরযানের ফিটনেস সনদ নবায়ন করা যাবে না বলেও জানায় বিআরটিএ।

Comments