বিপ্লব উদ্যানের স্থাপনা ভাঙার ব্যাখ্যা চেয়ে সিসিসির প্রশাসককে আদালতের নোটিশ

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের ইজারা দেওয়া বিপ্লব উদ্যানে গড়ে ওঠা স্থাপনা ভাঙার ব্যাখ্যা চেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রশাসককে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
ছবি: রাজীব রায়হান

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের ইজারা দেওয়া বিপ্লব উদ্যানে গড়ে ওঠা স্থাপনা ভাঙার ব্যাখ্যা চেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রশাসককে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালত থেকে প্রদান করা নোটিশে সিসিসি প্রশাসক, প্রধান নির্বাহী কর্মমকর্তা ও প্রধান রাজস্ব কর্মকর্ততাকে পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

ছবি: রাজীব রায়হান

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আদলে দেওয়া চট্টগ্রাম নগরীর দুই নাম্বার গেট এলাকায় অবস্থিত বিপ্লব উদ্যান গত বছর ইজারা নেয় স্টাইল লিভিং আর্কিটেকচার। নতুন প্রশাসক এ বছরের আগস্টে দায়িত্ব নিয়ে সে উদ্যানে গড়ে তোলা স্থা্পনাগুলোকে অবৈধ আখ্যা দিয়ে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ছবি: রাজীব রায়হান

স্টাইল লিভিং আকিটেকচারের চেয়ারম্যান মিজানুর রহমান দ্যা ডেইলি স্টারকে বলেন, ‘সম্পূর্ণ নিয়ম মেনে চুক্তি মোতাবেক বিপ্লব উদ্যানে আমরা কিছু স্থাপনা গড়ে তুলি ও সৌন্দর্যবর্ধন করি।’

প্রায় সাত কোটির টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এভাবে স্থাপনাগুলো ভেঙে দিলে আমরা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হবো।’

ছবি: রাজীব রায়হান

‘তাই প্রতিকার পেতে আদালতের শরণাপন্ন হয়েছি’, বলেন তিনি।

সিসিসি প্রশাসক খোরশেদ আলম সুজন আদালতে তার ব্যাখ্যা দিবেন বলে জানান দ্যা ডেইল স্টারকে।

Comments