ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দায়িত্বে ওয়ালশ
ওয়েস্ট ইন্ডিজের সব সময়ের অন্যতম সেরা পেসার কোর্টনি ওয়ালশ ক্যারিবিয়ান নারী দলের বড় দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচকে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, ২০২২ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন কিংবদন্তি পেসার।
গত বিশ্বকাপের পর বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিজ দেশে ফেরত যান ওয়ালশ। পরে যুক্ত হন ক্যারিবিয়ান নারী দলের সঙ্গে। তাকে করা হয় সহকারি কোচ।
ধাপে ধাপে তিনি এখন পেলেন মূল কোচেরই ভার। নতুন দায়িত্ব পেয়ে নিজের সমৃদ্ধ ক্রিকেট জ্ঞান মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আশাবাদ জানান তিনি ‘আমি চেয়েছি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে। আমার অভিজ্ঞতা আছে, সাংগঠনিক দক্ষতা আছে, খেলাটা সম্পর্কে জ্ঞান আছে। সব নিয়ে একটা সংস্কৃতি তৈরি করতে কাজ করব।’
‘অস্ট্রেলিয়ায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি মেয়েদের দলের হয়ে কাজ করেছি। ভারতের বিপক্ষে সিরিজেও ছিলাম। দলের শক্তি, ঘাটতি নিয়ে আমার ভাল ধারণা আছে।’
ক্রিকেট উইন্ডিজের পরিচালক জিমি অ্যাডাম জানান, দেশটির নারী ক্রিকেটের সার্বিক দায়িত্বই থাকছে ওয়ালশের কাঁধে, ‘২০২২ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে। এছাড়া হাই পারফরম্যান্স দলের সঙ্গেও কাজ করবেন তিনি, মেয়েদের ক্রিকেট এগিয়ে নিতে তার কাজের পরিধি বিস্তৃত।’
Comments