মেসি-রোনালদোর লড়াই দেখতে মুখিয়ে আছেন নেদভেদ

বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। তেমনি জুভেন্টাসের প্রাণ ভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো। সময়ে সেরা দুই খেলোয়াড় তারা। এদের মধ্যে কে সেরা প্রশ্নের উত্তরে হিমশিম খেয়ে ওঠেন ফুটবল বোদ্ধারাও। এবার সেই দুই তারকা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেই মুখোমুখি হবেন। এ দুই তারকার লড়াই দেখতে তাই মুখিয়ে আছেন সমর্থকরা। আর সবার মতো মুখিয়ে আছেন জুভেন্টাসের সহ-সভাপতি পাভেল নেদভেদ।

আগের দিন সুইজারল্যান্ডের নিঁওতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে সময়ের অন্যতম সেরা দুই ক্লাব বার্সেলোনা ও জুভেন্টাস একই গ্রুপে পড়ে। তাতে নিশ্চিত হয় সময়ের সেরা দুই তারকার লড়াই। এরপরই নিজেদের ক্লাবের ওয়েবসাইটে মেসি-রোনালদোর লড়াই নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন নেদভেদ, 'বার্সেলোনার সঙ্গে এটি দারুণ এবং আকর্ষণীয় একটি লড়াই হবে। আমার মতে এখনও বিশ্বের সেরা দুই খেলোয়াড় রোনালদো ও মেসিকে পরস্পরের মুখোমুখি হওয়ার সুযোগ করে দিচ্ছে।'

শুধু মেসি ও রোনালদোর দ্বৈরথ নয়, গত মৌসুমে আর্থুর মেলো ও মিরালেম পিয়ানিচের অদল-বদলের জন্য আরও একটি লড়াই অপেক্ষা করছে। নেদভেদের ভাষায়, 'একই সঙ্গে আমরা মিরালেম পিয়ানিচ ও আর্থুরের মুখোমুখি লড়াই দেখব, এটি যেন ম্যাচের মধ্যে আরেকটি ম্যাচ।'

সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে দারুণ সন্তুষ্ট সাবেক এ চেক তারকা, 'আমি বলব যে এটা খুবই দারুণ একটি ড্র। আমরা বার্সেলোনা ও ডায়নামো কিয়েভের মতো দুইটি ঐতিহ্যবাহী দলের মোকাবেলা করব আমরা। এরমধ্যে একটি হাঙ্গেরিয়ান রয়েছে যারা এ প্রতিযোগিতায় নতুন।'

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ‘জি’ গ্রুপে সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস ও লা লিগার দল বার্সেলোনার সঙ্গে আছে ইউক্রেনের ডায়নামো কিয়েভ ও হাঙ্গেরির ফেরেন্সভারোস।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

13m ago