করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কেরালায় ১৪৪ ধারা জারি
ভারতের কেরালায় করোনার সংক্রমণ বাড়ছে দ্রুত হারে। ইতোমধ্যে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ফলে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে কেরালা প্রশাসন।
আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার রাতে কেরালার মুখ্যসচিব বিশ্বাস মেহতা এক বিজ্ঞপ্তিতে জানান, ৩ অক্টোবর সকাল ৯টা থেকে অক্টোবর ৩১ পর্যন্ত রাজ্যটিতে ১৪৪ ধারা জারি থাকবে। এই সময়ে কোনো জায়গায় পাঁচ জনের বেশি একত্রিত হতে পারবেন না।
প্রত্যেক জেলা প্রশাসককে এই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব স্থানে কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৭৭১ জন। গত ১১ সেপ্টেম্বর রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ। তার মাত্র তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয় যায়।
Comments