শান্তিপূর্ণভাবে বাফুফের এজিএম সম্পন্ন, এবার ভোটের পালা
আগেরবার অনিয়মের অভিযোগে হট্টগোল হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এবারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সভায় গত বছরের আর্থিক বিবরণী ও আগামী বছরের বাজেট সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে এজিএম। সকাল ১১টায় শুরু হয়ে তা শেষ হয়েছে দুপুর ১টার দিকে।
সভায় উপস্থিত ছিলেন বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তারা তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। আর আর্থিক বিবরণী উপস্থাপন করেন দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এজিএমে ১৩৯ জন ভোটিং ডেলিগেটদের ১৩৬ জন উপস্থিত ছিলেন।
একজন ডেলিগেট জানান, এজিএমে বর্তমান বাফুফে প্রধান সালাউদ্দিন গত ১২ বছরের উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন।
তিনি যোগ করেন, গত এজিএমগুলোর তুলনায় এবারেরটি ছিল শান্তিপূর্ণ। কারণ, আগের সভাগুলোতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তারা সরব হয়েছিলেন। কিন্তু এবার বিরোধিতা না করার সিদ্ধান্তে আগে থেকেই তারা একাত্ম ছিলেন।
লাঞ্চ বিরতির পর দুপুর ২টা থেকে শুরু হবে বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ এবং তা শেষ হবে সন্ধ্যা ৬টায়।
Comments