অনুমতির পর হাথরাসে যাচ্ছেন রাহুল, প্রিয়াঙ্কা
ভারতের উত্তর প্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে দলিত তরুণীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধী।
নয়দা পুলিশ কমিশনার অলোক সিংহের বরাত দিয়ে আজ শনিবার হিন্দুস্থান টাইমস জানায়, ১৪৪ ধারা জারি থাকায় রাহুল ও প্রিয়াংকা গান্ধীসহ সর্বোচ্চ সাত জনকে যেতে দেওয়া হবে। বাকি কংগ্রেস কর্মীদের ফিরে আসতে হবে বলে তিনি জানান।
রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লী-নয়দা সীমান্তে গত বৃহস্পতিবার আটকানোর পর, ধর্ষণের শিকার ওই তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে হাথরাসে যাওয়ার দ্বিতীয় প্রচেষ্টায় তাদের অনুমতি দেওয়া হলো।
আজ বিকেলে হাথরাসের দিকে তারা যাত্রা শুরু করলে দিল্লী-নয়দা সীমান্তে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়।
গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হাথরাসে গিয়ে ওই তরুণীর পরিবারের সঙ্গে দেখা করার জন্য দিল্লি থেকে গাড়ি নিয়ে রওনা দেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সে সময়, তাদেরকে বাধা দেওয়া হয় এবং লাঠিচার্জ করা হয়। ১৪৪ ধারা ও মহামারি আইনের লঙ্ঘন দেখিয়ে উত্তরপ্রদেশ পুলিশ তাদের আটকও করে।
Comments