আফগানিস্তানে ট্রাক বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত

আফগানিস্তানের পূর্ব নানগারহার প্রদেশে এই বোমা হামলা হয়। ছবি: এএফপি

আফগানিস্তানের পূর্ব নানগারহার প্রদেশে একটি ট্রাক বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

প্রাদেশিক কর্মকর্তাদের মতে, কাতারে শান্তি আলোচনা সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহিংসতা অব্যাহত আছে।

আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি বলেন, এ ঘটনায় হতাহতের অধিকাংশ বেসামরিক নাগরিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নানগারহার প্রদেশ কাউন্সিলের সদস্য ওবায়দুল্লাহ শিনওয়ারি বলেন, এ বিস্ফোরণে অন্তত ৫২ জন আহত হন।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

Comments