আফগান আম্পায়ারের মৃত্যু নিয়ে বিভ্রান্তি

আফগানিস্তানের ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি সপরিবারে নিহত হয়েছেন বলে জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে তার মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, কিছু গণমাধ্যম দাবি করেছে, আত্মঘাতী বোমা হামলায় তার পরিবারের ছয় জন মারা গেলেও তিনি রক্ষা পেয়েছেন।
শনিবার বিকালে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের গানখিল জেলায় একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৫ জন। এছাড়া, আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গারহারের গভর্নরের এক মুখপাত্র। তবে নিহতদের মধ্যে শেনওয়ারি আছেন কীনা তা নিশ্চিত হওয়া যায়নি।
২০১৭ সালে গাজি আমানুল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে আসর দিয়ে পেশাদারভাবে আম্পায়ারিং শুরু করেন ৩৬ বছর বয়সী শেনওয়ারি। এরপর আন্তর্জাতিক পর্যায়ে ৬টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ২০১৭/১৮ মৌসুমে শাহ আবধালি চার দিনের আসর দিয়ে প্রথম শ্রেনির আম্পায়ারিং শুরু করেন তিনি।
নাঙ্গারহারের গভর্নরের মুখপাত্র আরও জানিয়েছেন যে, কিছু বন্দুকধারী জেলাপ্রশাসকের কৌঁসুলিতে প্রবেশ করতে চেয়েছিল। তবে তারা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন।
উল্লেখ্য, নাঙ্গারহার প্রদেশের গানখিল জেলা থেকেই উঠে এসেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান।
Comments