আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার প্রদান
টানা তৃতীয়বারের মতো প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে তিনটি বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের প্রায় শতাধিক প্রতিযোগীর মাঝে বিচারকরা নয় জনকে নির্বাচিত করেছেন।
গতকাল শনিবার সীমিত পরিসরের আয়োজনে দ্য ডেইলি স্টার সেন্টারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন— ‘আবুল মনসুর আহমদের রাষ্ট্রভাবনা ও জাতীয়তাবাদী চিন্তার স্বরূপ’ বিভাগে প্রথম জুবায়ের শাওন, দ্বিতীয় নেওয়াজ ফেরদৌস রচি ও তৃতীয় গাজী আবদুর রহিম; ‘সমাজ সংস্কারে আবুল মনসুর আহমদের ভূমিকা ও প্রাসঙ্গিকতা’ বিভাগে পর্যায়ক্রমে বঙ্গ রাখাল, শিরীন সুলতানা ও মো. বিল্লাল হোসেন’ এবং ‘আবুল মনসুর আহমদের ছোটগল্পে প্রথাবিরোধী চিন্তার ধারা’ বিভাগে পর্যায়ক্রমে বিনয় দত্ত, ইফরাত জাহান ও সালাহ উদ্দিন মাহমুদ।
প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন আবুল মনসুর আহমদ গবেষক অধ্যাপক চেঙ্গীশ খান, সাংবাদিক কাজল রশীদ শাহীন। অনুষ্ঠান সমন্বয় করেন ইমরান মাহফুজ।
পুরস্কার বিতরণের আগে ফেসবুক লাইভে ফলাফল ঘোষণা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপক মনন কুমার মণ্ডল, অধ্যাপক বরেন্দু মণ্ডল ও সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা। সবাইকে ধন্যবাদ জানান স্মৃতি পরিষদের সদস্য সচিব ও দ্য ডেইলি স্টারের সম্পাদক-প্রকাশক মাহফুজ আনাম।
আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আবুল মনসুর আহমদ বাংলাদেশের সাহিত্য ও সামাজিক রাজনৈতিক ইতিহাসে অসামান্য অবদান রেখে গেছেন। তাকে স্মরণ করে প্রবন্ধ প্রতিযোগিতার যে আয়োজন, তা অব্যাহত থাকবে।’
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অংশগ্রহণকারী সবার জন্য শুভ কামনা জানান।
প্রতি বিভাগে বিজয়ীরা প্রথম পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার আবুল মনসুর আহমদের এক সেট বই পেয়েছেন। আর প্রত্যেক বিজয়ীই পেয়েছেন সনদ ও ক্রেস্ট।
Comments