লঞ্চে শিশুর জন্ম, আজীবন যাতায়াত বিনামূল্যে

ঢাকা- বরিশাল রুটের এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কেবিনে সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। গত রাতে শিশুটির জন্মের পর শিশু ও তার বাবা-মায়ের ওই লঞ্চে আজীবনের জন্য বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
প্রতীকী ছবি/ সংগৃহীত

ঢাকা- বরিশাল রুটের এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কেবিনে সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। গত রাতে শিশুটির জন্মের পর শিশু ও তার বাবা-মায়ের ওই লঞ্চে আজীবনের জন্য বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

এমভি অ্যাডভেঞ্চার লঞ্চ সুপারভাইজার মাসুদ খান জানান, ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে লঞ্চের কেবিনে শিশুটির জন্ম হয়। এর আগে প্রসব বেদনা উঠলে লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের মধ্যে ডাক্তার ও নার্স আছে কিনা খোঁজ নেন। এসময়ে যাত্রীদের মধ্যে একজন চিকিৎসকসহ কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে আসেন।  

শিশুটির জন্মের খবরে আনন্দ ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক মো. নিজাম উদ্দিন মৃধা শিশু ও তার মা-বাবার লঞ্চ যাতায়াত আজীবনের জন্য বিনামূল্যে করে দেয়ার ঘোষণা দেন এবং নিজামের স্ত্রী তার নামের সঙ্গে মিল রেখে কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা।

শিশুটির মা ফাহিমা বেগম এবং মো. ফোরকান হাওলদারের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের দুধল গ্রামে। তারা দুজনই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

লঞ্চ সুপারভাইজার মাসুদ খান জানান, সকালে আত্মীয় স্বজনের সহযোগিতায় সন্তানকে নিয়ে বাকেরগঞ্জে নিজ বাড়িতে চলে গেছেন ওই দম্পতি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago