করোনাভাইরাস: নাপোলি খেলতে এলো না, না খেলেই পয়েন্ট জুভেন্টাসের
দলের দুজন কোভিড-১৯ পজিটিভ। স্থানীয় প্রশাসনের নিয়মে সফর করার অনুমতি ছিল না নাপোলি, যেতে হয়েছে আইসোলেশনে। কিন্তু ইতালিয়ান সিরি আর নিয়ম অনুযায়ী শেষ মুহূর্তে খেলতে না আসায় জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হার লেখা হয়েছে তাদের নামে।
করোনাভাইরাসের থাবায় ম্যাচ নিয়ে শঙ্কা ছিল আগেই। আক্রান্ত ছিল জুভেন্টাসেরও দুই স্টাফ। তবে খেলোয়াড়দের সবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় খেলতে বাধা ছিল না তাদের।
খেলা জুভেন্টাসের নিজেদের মাঠে হওয়ায় ভ্রমণের ঝামেলাও ছিল না তাদের। নাপোলি আসা নিয়ে শঙ্কার মধ্যেই তাই আগের রাতে দল ঘোষণা করে ইতালিয়ান জায়ান্টরা। ম্যাচের এক ঘণ্টা আগে মাঠে এসে গা গরমও করতে থাকে তারা।
এই ম্যাচের জন্য ১ হাজার দর্শক প্রবেশেরও অনুমতি দিয়ে রেখেছিল তারা। কিছু দর্শক মাঠেও এসেছিলেন, খেলার সব রকম প্রস্তুতিও নেওয়া হয়।
শতভাগ তৈরি হয়ে জুভেন্টাস আছে, নাপোলি নেই। তাই ৩-০ গোলে জয় লিখে পয়েন্ট দিয়ে দেওয়া হয় আন্দ্রে পিরলোর দলকে।
তবে খেলার আগে নাপোলি ম্যাচটি স্থগিত চেয়ে আবেদন করেছিল। তারা বিষয়টি নিয়ে আরও দেনদরবারে যেতে পারে।
Comments