মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণের প্রতিবাদ রাবি শিক্ষার্থীদের
সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুখে কালো কাপড় বেঁধে এবং প্ল্যাকার্ড হাতে আয়োজিত এই মানববন্ধনে তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি জানান। এ ছাড়া, এসব ঘটনায় প্রশ্রয় দেওয়া সকলকে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূরনবী ইসলাম বলেন, ‘প্রায় প্রতিটি ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও ধর্ষকরা আইনের বেড়াজাল পেরিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে আনাদের প্রশ্ন, কেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হয় না? এসব ঘটনায় আইনের দীর্ঘসূত্রতার কারণে ধর্ষকরা আরও উৎসাহিত হচ্ছে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি করা না যায় তবে এমন ন্যাক্কারজনক ঘটনা দিনদিন বেড়েই চলবে।’
ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজাউল ইসলাম বলেন, ‘বিচারহীনতার এই যুগে একের পর এক যেভাবে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে জাতি হিসেবে আমরা অতি লজ্জিত ও হতাশ। আমরা প্রত্যেকটি ঘটনার দ্রুত বিচার দাবি করছি।’
দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিপা সামাজিকভাবে ধর্ষকদের বয়কট করার দাবি জানিয়ে বলেন, ‘ধর্ষকদের দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তাহলে পরবর্তীতে আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস পাবে না।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী এই অংশগ্রহণ করেন।
আরও পড়ুুন:
Comments