ওয়াসার পানির দাম বৃদ্ধি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

এ বছর ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বাড়ানোর কারণ জানতে চেয়ে একটি রুল দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া, ওয়াসার এ সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও ওয়াসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুলে তার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।
ফাইল ফটো

এ বছর ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বাড়ানোর কারণ জানতে চেয়ে একটি রুল দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া, ওয়াসার এ সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও ওয়াসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুলে তার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের গত ১৫ জুন জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

রিটে পানির দাম বৃদ্ধির ওয়াসার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ এবং এ সিদ্ধান্তকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণার জন্য আদালতে আবেদন করেছিলেন তানভীর আহমেদ।

তিনি বলেন, দেশের বেশিরভাগ লোক এখন মারাত্মক আর্থিক সংকটের মুখোমুখি এবং এ পরিস্থিতিতে পানির দাম ২৫ শতাংশ বাড়ানো কেবল অবৈধই নয়, অমানবিকও।

Comments