জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জ থানায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রাতে র্যাবের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন জন হলেন- সুজন মিয়া (৩৫), নুরনবী (৪০) ও সুরাজিয়া বেগম (৩৫)।
আজ সোমবার দুপুরে জামালপুর র্যাবের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর রাতে আসামি সুজন ভুক্তভোগী নারীকে (তার দ্বিতীয় স্ত্রী) তার এক বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে প্রথম স্ত্রীর দুলাভাইয়ের বাসায় নিয়ে যান। সেখানে, সুজন তাকে ডিভোর্সের কাগজে স্বাক্ষর করতে চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। পরে, ভুক্তভোগীর স্বামীর তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী রোববার মাদারগঞ্জ থানায় সুজন, নুরনবী ও রাজিয়াসহ পাঁচজনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন।
মামলার অপর আসামিরা পলাতক আছে বলে জানায় র্যাব।
Comments