নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: আসামি রহিম-রহমত রিমান্ডে
নোয়াখালীর বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় হওয়া দুই মামলায় আসামি রহমত উল্যাহ ও আবদুর রহিমকে তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ সোমবার নোয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পুলিশের আবেদনের শুনানি শেষে বিচারক মাশফিকুল হক তাদের রিমান্ডে দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
আবদুর রহিম ও রহমত উল্যাহকে গতকাল রবিবার বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে সংঘবদ্ধ ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
গতকাল বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন নির্যাতিতা নারী।
মামলার ৯ আসামির মধ্যে এজাহারের ৩ আসামি ও এজাহার বহির্ভূত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
Comments