১১৫ দিন আইসিইউতে থেকে সুস্থ হলেন করোনাক্রান্ত প্রবাসী বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) তে ১১৫ দিন থেকে সুস্থ হয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি প্রবাসী আবু তাহের ইসমাইল। চট্টগ্রামের ইসমাইল আবুধাবিতে একটি মেকানিক্যাল ওয়ার্কশপের মালিক।
দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে ৫৫ বছর বয়সী ইসমাইলই জটিল সব রোগ নিয়েও দীর্ঘতম সময় হাসপাতালে থেকে সুস্থ হলেন বলে আজ সোমবার গালফ নিউজ জানায়।
আবুধাবির লাইফ কেয়ার হাসপাতালের নেফ্রোলজিস্ট ডা. আবেদ পিল্লাই জানান, ইসমাইলের ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল। করোনা আক্রান্ত হওয়ার পর, তার কিডনিতেও জটিলতা তৈরি হয়।
'এই ধরনের রোগীদের মধ্যে ৭৫ থেকে ৯০ শতাংশই মারা যায়। তাই, আজ তাকে উঠে দাঁড়াতে দেখে দারুণ লেগেছে। আমরা আশা করি সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও সুস্থ হয়ে উঠবেন,' বলেন তিনি।
ইসমাইলের ছেলে আবু বকর সিদ্দিক জানান, অসুস্থ হওয়ার ১০ দিন পর তিনি তার বাবাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, 'বাবা এক সপ্তাহেরও বেশি সময় ধরে খুব দুর্বল বোধ করছিলেন। ক্ষুধা ছিল না তার। পরে, তীব্র শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই।'
লাইফ কেয়ার হাসপাতালের জরুরি মেডিসিন স্পেশালিস্ট ডা. কার্তিক চিন্নিয়াহ জানান, ইসমাইলকে হাসপাতালে আনার পর একটি পরীক্ষা করেই তৎক্ষণাৎ কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়। সে সময় তার জ্বর, কাশি ছিল ও অক্সিজেন স্যাচুরেশন ৮০র নিচে ছিল।
তিনি জানান, ইসমাইলকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্ট্যান্ডার্ড কোভিড-১৯ থেরাপি দেওয়া হয়। এর মধ্যে ১০ দিনের অ্যান্টিভাইরাল ওষুধ ও স্টেম সেল এর দুটি ডোজ আছে।
এরপর, আইসিইউতে প্রায় চার মাস রেখে চিকিত্সার পর ইসমাইলকে ৩১ আগস্ট হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়। তিনি নিজেই এখন খেতে ও হাঁটতে পারছেন বলে চিকিৎসকরা জানান।
Comments