পেঁয়াজের আমদানি ও সরবরাহ বেড়েছে, কমবে দাম: বাণিজ্য মন্ত্রণালয়

সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানি করা পেঁয়াজ দেশে পৌঁছাতে শুরু করেছে। দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে। উৎপাদনকারী কৃষকরা পেঁয়াজ বাজারে বিক্রি বাড়িয়েছেন। ফলে এই নিত্য প্রয়োজনীয় পণ্যটির আমদানি ও সরবরাহ বেড়েছে। আমদানিকৃত পেঁয়াজ পুরোপুরি বাজারে আসলে মূল্য আরও কমে আসবে।
দেশের বাজারে পেঁয়াজের বাড়তি দামের প্রসঙ্গে আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এসব কথা জানানো হয়েছে।
দেশে পেঁয়াজের কোনো ঘাটতি না থাকার কথা উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, সাশ্রয়ী দামে পেঁয়াজ মানুষের হাতে তুলে দিতে টিসিবি দেশব্যাপী ট্রাক সেলের পাশাপাশি ই-কমার্সের মাধ্যমেও পেঁয়াজ বিক্রি করছে। এতে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। চাহিদা পূরণে প্রতি কেজি ৩০ টাকায় পেঁয়াজ বিক্রির পরিধি আরও বাড়ানো হচ্ছে।
তারা বলেছে, বাজারে পেঁয়াজের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ দেশব্যাপী স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বাজার অভিযান জোরদার করা হয়েছে। সরকার পেঁয়াজ আমদানির উপর শুল্ক প্রত্যাহার করেছে।
Comments